জুটমিলগুলো বন্ধ করে শিল্পাঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে : গোলাম পরওয়ার
- খুলনা ব্যুরো
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শিল্পাঞ্চল খ্যাত খুলনার খালিশপুরের জুটমিলগুলো বন্ধ করে শেখ হাসিনা শ্রমজীবী মানুষের সাথে যে প্রতারণা করেছেন এর জবাব তাকে দিতেই হবে। খালিশপুরের শ্রমিক জনতাই শেখ হাসিনার বিচার করবে। শ্রমিকের মুখের খাবার কেড়ে নিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি শ্রমিকবান্ধব নন। শিল্পকারখানা চালুর নামে এই ফ্যাসিবাদী দলটি কোটি কোটি লুটপাট করে শিল্পাঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। গতকাল বিকেলে নগরীর খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান ও খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান প্রমুখ।
আওয়ামী লীগের উদ্দেশ্যে গোলাম পরওয়ার বলেন, ফাসিবাদী হাসিনার হাতে গণতন্ত্র, বাকস্বাধীনতা, গণমাধ্যম কিছুই নিরাপদ ছিল না। যে কারণে ৫ আগষ্ট ছাত্র-জনতার গণবিস্ফোরণে পালিয়ে যেতে হয়েছিল তাকে। বিগত ১৫ বছরে জামায়াত ও শিবিরের অসংখ্য নেতাকর্মীর ওপর জুলুম-নির্যাতন চালিয়েছিল এই সরকার। খালিশপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস জ্বালিয়ে দিয়ে প্রমাণ করেছিল আওয়ামী লীগের কাছে এ দেশের কোনো মানুষই নিরাপদ নয়। সর্বশেষ জামায়াত-শিবির নিষিদ্ধ করে শেখ হাসিনা নিজেই নিষিদ্ধ হয়েছেন। দেশত্যাগে বাধ্য হয়েছেন। সুতরাং আল্লাহর ইচ্ছার ওপর কারো ইচ্ছা যে পূরণ হয় না সেটি এর বড় প্রমাণ। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মিলগুলো চালু করে আবারো খালিশপুর শিল্পাঞ্চলের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার দাবি জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আমিরের শপথ গ্রহণ
চট্টগ্রাম ব্যুরো জানায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান বলেছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের এক ঐতিহাসিক জনপদ। এ জনপদ অসংখ্য শহীদের রক্তে সিক্ত হয়েছে। শহীদি ময়দানের আমিরের দায়িত্ব মানে মহান দায়িত্ব। আমিরের শপথ নেয়ার মাধ্যমে তিনি মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নিজেকে সঁপে দিবেন।
গত বুধবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ২০২৫-২৬ কার্যকালের চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতের নবনির্বাচিত আমির আনোয়ারুল আলম চৌধুরীকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য জাফর সাদেক ও অধ্যক্ষ নুরুল আমীন চৌধুরী। জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, ড. ছাবের আহমদ, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম ও সাংগঠনিক সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের প্রমুখ শপথ গ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা