সংবিধান সংস্কার কমিশনের তৃতীয় মতবিনিময় সভা
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৪ নভেম্বর ২০২৪, ০২:১১
সংবিধান সংস্কার কমিশন দেশের বিশিষ্ট নাগরিকদের সাথে তৃতীয় দিনের মতো সংবিধান সংস্কারে মতবিনিময় করেছে।
বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা এ মতবিনিময় করেন। পরে কমিশনের জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় সংস্কারের বিভিন্ন দিক নিয়ে মত দেন ড. বদিউল আলম মজুমদার, মতিউর রহমান, মাহফুজ আনাম, অধ্যাপক সলিমুল্লাহ খান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ডা: জাহেদ উর রহমান, দিলীপ কুমার সরকার, মুফতি সাইফুল ইসলাম এবং মুফতি আবদুল্লাহ মাসুম।
সভায় কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী এবং ফিরোজ আহমেদ অংশগ্রহণ করেন।
এ ছাড়াও আরো কয়েক দিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাথে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময় সভা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা