সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত অবস্থান ও বিক্ষোভ মিছিল
- নয়া দিগন্ত ডেস্ক
- ১১ নভেম্বর ২০২৪, ০১:৩১
পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে রাজধানীর গুলিস্তানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রধান সড়কের সামনে তৈরিকৃত গণপ্রতিরোধ মঞ্চে তাদের গণজমায়েত অনুষ্ঠিত হয়।
গণজমায়েত কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকেই গুলিস্তানে জিরো পয়েন্টে আসতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গুলিস্তান থেকে স্টেডিয়াম যাওয়ার রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। তবে অন্যান্য রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকে।
গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান নিয়েছেন বিএনপি-যুবদল-মহিলা দলসহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। গুলিস্তান জিরো পয়েন্ট ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জিরো পয়েন্টে একটি জলকামান এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউতে একটি জলকামান ও রায়ট কার দেখা যায়। বিজিবি সদস্যরা গাড়ি নিয়ে পুরো এলাকা টহল দেন।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে স্বৈরাচার ও খুনি আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে অবস্থান নিয়েছে ছাত্ররা। গতকাল সকাল থেকে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় অবস্থান নেয় তারা। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়ার পাশাপাশি খণ্ড খণ্ড মিছিল করতে দেখা গেছে ছাত্রদের।
মিছিলে নেতাকর্মীরা ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’, ‘আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার কর, করতে হবে’, ‘গণহত্যার দায়ে খুনি হাসিনার ফাঁসি চাই, দিতে হবে, দিয়ে দাও’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এ সময় ঝুমুর এলাকায় সমাবেশ করেন তারা। সমাবেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, হাজারো ছাত্র-জনতাকে আহত-নিহত করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারো দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং দেশে নৈরাজ্য তৈরির জন্য কর্মসূচি দিয়েছে। আমরা ছাত্র-জনতা তাদের নৈরাজ্য রুখে দিতে সকাল থেকে অবস্থান নিয়েছি। বাংলার মাটিতে তাদের কোনো স্থান নেই।
সেই কারণে আমরা এখানে জড়ো হয়েছি। এখানে কোনো আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ঘরের মধ্যে, গর্তের মধ্যে লুকিয়েছে।
বগুড়া অফিস জানায়, গতকাল বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের উদ্যোগে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে গণজমায়েত অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক কলেজ বটতলায় আয়োজিত গণজমায়েতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা আবু হুরায়রা, আল-জাবের, সাকিব খান, আজিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। ছাত্রনেতারা বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী কায়দায় দেশকে শোষণ করেছেন। তার নির্দেশে গণহত্যার ঘটনা ঘটেছে। দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে খুন করে দেশ ছেড়ে পালানোর পর এখন ভারতের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। খুনি হাসিনা ও তার দোসরদের আর কখনোই এ দেশের মাটিতে শেকড় গাড়তে দেয়া হবে না।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের এস এস রোড থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। পরে মিছিলটি জেলা আওয়ামী লীগের সামনে গিয়ে কার্যালয় শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই‘ গণহত্যার সঙ্গী, ছাত্রলীগ জঙ্গি, ছাত্রলীগ দেখে যা, ক্যাম্পাসে তোর বাপেরা’ এমন বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী, যুবাইর আল ইসলাম সেজান, ইয়াসির আরাফাত ইশান ও টি এম মুশফিক সাদসহ সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ ছাড়াও বিএনপি ও ছাত্রদলের ব্যানারে শহরে বিক্ষোভ করতে দেখা গেছে।
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, রাঙ্গামাটিতে জজ কোর্ট পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপি নিয়োগে এবং নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদে পতিত আওয়ামীপন্থী লোকজনের নিয়োগ দেয়ার প্রতিবাদে জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করেছে রাঙ্গামাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল সকালে রাঙ্গামাটি জেলা পরিষদের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে ছাত্র প্রতিনিধি মো: রাকিব হোসেনের নেতৃত্বে রাঙ্গামাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ কর্মসূচি থেকে জেলা জজ কোর্টে আওয়ামীপন্থী পিপি, সহকারী পিপি, অতিরিক্ত পিপি নিয়োগ ও নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নতুন পরিষদে ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পন্থীদের পুনর্বাসন করায় প্রতিবাদ জানানো হয় । অবিলম্বে জজ কোর্ট ও জেলা পরিষদে পুনর্গঠনের মাধ্যমে ছাত্রপ্রতিনিধিদের সদস্য অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
বরিশাল ব্যুরো জানায়, নূর হোসেন দিবসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের অপতৎপরতা ঠেকাতে বরিশালে পৃথক বিক্ষোভ করেছে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সমাবেশ শেষে শিক্ষার্থীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। একই সময় পার্শ্ববর্তী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কয়েক ঘণ্টা বিক্ষোভ করে জেলা ও মহানগর ছাত্রদল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী গাজী রেদওয়ান, ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থী হুজাইফা রহমান, নাইম ইসলাম, আবদুল জলিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ছাত্রদলের বিক্ষোভে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সহ-সভাপতি তৌফিক আল ইমরান, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।