দেশের এক প্রান্তে দিন অন্য প্রান্তে রাত!
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৭ নভেম্বর ২০২৪, ০০:০২
পৃথিবীর চার দিকে ঘুরে আসতে সময় লাগে ২৪ ঘণ্টা। ফলে এক দেশে সকাল হলে বিপরীত পাশের দেশে হয় রাত। তবে এর ব্যতিক্রমও আছে। রাশিয়ার
অর্ধেক অংশে যখন দিন হয়, তখন অন্য অর্ধেক অংশে থাকে রাত। এই প্রবণতা থাকে মে থেকে জুলাই মাস পর্যন্ত, প্রায় ৭৬ দিন। তাই রাশিয়াকে বলা হয় ‘কান্ট্রি অব মিডনাইট সান’ বা মধ্যরাতে সূর্যোদয়ের দেশ।
আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ এই রাশিয়া। দেশটির একটি শহর হলো মরমস্ক। এখানে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী। সেই সময় দিনরাতের অনুভূতি এখানে একেবারে থেমে যায়। সূর্য খুব উজ্জ্বল হয়ে ওঠে এবং মানুষ দিন ও রাতের অনুভূতি একেবারে ভুলে যান। রাশিয়ার এই শহরটিতে সূর্য কখনো অস্ত যায় না, সেটি কেবল আকাশজুড়ে ঘুরে চলে।
রাশিয়া বিশ্বের সবচেয়ে শীতলতম দেশ বলে সেখানে সারাবছর হিমশীতল এবং শৈত্যপ্রবাহ থাকে। অতিরিক্ত আর্কটিক বরফাচ্ছন্নের, অতি উচ্চভূমি এবং রুশ প্রকৃতির দ্বারা শৈত্যপ্রবাহ সৃষ্টি হয় এবং সারাদিন শৈত্যপ্রবাহ চলতে থাকে। দেশটি বছরে ১০ মাস শৈত্যপ্রবাহ (সেপ্টেম্বর-মে) এবং ৮ মাস বরফাচ্ছন্ন (অক্টোবর-এপ্রিল) থাকে। রাশিয়ার সাইবেরিয়া এলাকায় সারাদিন ঠাণ্ডা ও শৈত্যপ্রবাহ থাকে এবং পশ্চিম-দক্ষিণাংশে গরম থাকে।
দেশটির আরেকটি মজার বিষয় হলো, এখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি।
রাশিয়া পশুপ্রেমী দেশ সেখানে মানুষ পশুদের যে শুধু ভালোই বাসেন তা নয়, পশুদের বিশেষ যত্নও নেন। এ দেশে মানুষের জন্য থাকার ঘর থাকুক বা না থাকুক, শিয়ালদের থাকার জন্য আলাদা ঘরের ব্যবস্থা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা