ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ যৌক্তিক নয় : ধর্ম উপদেষ্টা
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ০৪ নভেম্বর ২০২৪, ০২:০৪
বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ধর্মাবলম্বীরা নির্যাতিত হচ্ছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তা যৌক্তিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন। সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কনফারেন্স হলে কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়াহ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ড্যাফোডিল ইসলামিক সেন্টারের যৌথ উদ্যোগে ২ দিনব্যাপী সুন্নাহ কনফারেন্স বাংলাদেশ উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল সকালে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
সুন্নাহ সম্মেলনের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মনজুরে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ধর্মবিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন এ সময় আরো বলেন-বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা লোকজন সবাই নিরাপদে আছে। সম্প্রতি তারা বাংলাদেশে দুর্গাপূজা, জন্মাষ্টমী ও শ্যামাপূজা অত্যন্ত নিরাপদে পালন করেছেন, সরকার তাদের যথেষ্ট নিরাপত্তা দিয়েছেন। তাদের ধর্মচর্”ায় কোনো বাধা নেই, ওনারা কিছু দাবি করেছেন তা সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন তিনি নির্বাচনী প্রচারণার জন্য ভোট পাওয়ার জন্য বলেছেন, আমরা তার কথার সাথে ঐকমত্য পোষণ করি না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অন্য কেউ নির্বাচিত হলেও বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি হবে না। মিস আন্ডারস্ট্যান্ডিং যেগুলো থাকে সেগুলো আলোচনার মধ্যে সমাধান করা হবে। ডোন্ডাল্ড ট্রাম্প আগেও ক্ষমতায় ছিল বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক পুরোনো বলেও বলেন তিনি।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা