০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`
হাটহাজারীতে তাফসির মাহফিলে বক্তারা

যারা কুরআনের ময়দানে বাধা হয়েছিল তারা ভেসে গেছে

চট্টগ্রামের হাটহাজারীতে তাফসিরুল কুরআন মাহফিলে বক্তব্য রাখছেন অতিথিবৃন্দ (ইনসেটে) : নয়া দিগন্ত -

শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, আমাদের কোনো পরাজয় নাই, আমরা হয় গাজী হয়ে ফিরব না হয় শহীদ হয়ে মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবো। মনে পড়ে ওই সময়ের কথা, প্রাণের মিলনমেলা মাহফিলগুলোতে আসতে আমাদের বাধা দেয়া হয়েছিল। সব রাষ্ট্রযন্ত্রকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল, আমাদের ভাইদের হৃদয়কে ভেঙে চূর্ণবিচূর্ণ করা হয়েছিল। যারা আমাদের সত্য বলার অন্তরায় হয়েছিল, যারা তাদের নেতৃত্বকে খুশি করার জন্য কুরআনের ময়দানকে বাধা দিয়েছিল তারা ভেসে গেছে আর ময়দান টিকে আছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারীতে সমাজকল্যাণ সংগঠন আল-আমিন সংস্থার আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান আলোচকের বক্তব্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মসজিদের মিম্বর, মাহফিল কিংবা সেমিনার থেকে আলেমসমাজ নিয়মিত ইসলামের বার্তা পৌঁছে দিচ্ছেন। যৌতুক প্রথা বন্ধ, সঠিকভাবে মিরাস বণ্টন, মাদকের বিরুদ্ধে সোচ্চারসহ সমাজের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মিম্বরে ও মাহফিলে কথা বলে আসছেন ওলামায়ে কেরাম। দেশের যেকোনো দুর্দিন ও দুর্যোগে সবার আগে মাঠে নামেন আলেমসমাজ। কিছু মিডিয়ার অপপ্রচার সত্ত্বেও আলেমসমাজ গণমানুষের ভালোবাসায় সিক্ত। তারা দেশে শান্তি-শৃঙ্খলা ও সেবার কাজ করে যাচ্ছেন। দেশের চার লাখ মসজিদে আট লাখ ইমাম-মুয়াজ্জিন প্রতি জুমাবার প্রায় ছয় কোটি মানুষের সাথে সরাসরি খোতবার আলোচনা শুনান। এ সুযোগ আর কারো নেই। ওলামায়ে কেরামের খালেছ নিয়ত এবং জ্ঞান অনুযায়ী আমলকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকলে ঠেকানোর সাধ্য কোনো অপশক্তির নেই।

হাটহাজারী পার্বতী সরকারি উচ্চবিদ্যালয় ময়দানে সংস্থার সেক্রেটারি মুহাম্মদ আহসান উল্লাহ ও মাওলানা রিজওয়ান আরমানের যৌথ সঞ্চালনায় দ্বিতীয় দিবসের মাহফিলে বেলা ২টা থেকে তিনটি অধিবেশনে সভাপতিত্ব করেন, আল্লামা শেখ আহমদ, আল্লামা শোয়াইব জমিরী ও মাওলানা ওসমান সাঈদী।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সবার সম্মিলিত চেষ্টায় সহস্রাধিক শহীদের রক্তের বদলায় ভারতের গোলাম ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। ৫ আগস্টের এ বিপ্লবে মাদরাসার ছাত্ররাও শহীদ হয়েছেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা শহীদদের ভুলে যাবেন না। ভারতের নির্যাতিত মুসলমানদের ব্যাপারে আমাদের আওয়াজ তুলতে হবে।
সাবেক এমপি বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, তরুণ যুবকদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট আমরা আবার স্বাধীন হয়েছি। ঐক্যবদ্ধভাবে এ স্বাধীনতাকে ব্যবহার করতে হবে, ভুখণ্ড রক্ষা করতে হবে। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মাহফিলের দ্বিতীয় দিবসে তাফসির পেশ করেন, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মাহমুদুল হোসাইন, মুফতি আব্দুল আজিজ, মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।
এই তাফসির মাহফিলের দ্বিতীয় দিবসে দ্বিতীয় অধিবেশনে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

 


আরো সংবাদ



premium cement
সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন : গ্রেফতার ৩ মধ্যপ্রাচ্যে ব্যাপক রণসজ্জা যুক্তরাষ্ট্রের ওয়াই ফাইয়ের রাউটারে স্বাস্থ্যঝুঁকি! ট্রাম্পকে নিয়ে কমলার শঙ্কা নতুন স্বপ্ন কমলার, পুরনো প্রতিশ্রুতিতে ট্রাম্প সংস্কারের আগে কোনো নির্বাচন আয়োজন করতে দেয়া হবে না : হাসনাত কাইয়ূম আমাদের কাজ হচ্ছে স্বচ্ছ ও জোরালো উপায়ে সত্য বলা : প্রেস সচিব আরাকান আর্মির ‘অন্তর্ভুক্তিমূলক প্রশাসন’ রোহিঙ্গাদের বিভক্ত করছে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে : ডা: শফিকুর রহমান ইউনূস হতে পারেন নতুন বাংলাদেশের স্থপতি নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

সকল