০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬
`

বিয়ে সমুদ্রের তলদেশে

-

বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে মানুষ কত কিছুই না করে, কেউ হেলিকপ্টারে বিয়ে করে। কেউ কেউ ভাড়া করে রাজপ্রাসাদ। কেউ বা চলে যায় প্রাচীন কোনো নগরীতে। সবারই থাকে নজিরবিহীন ঘটনা ঘটানোর প্রচেষ্টা। কোনো কোনো দ্বীপ সাজানো হয় বিয়ের আয়োজন সম্পন্ন করার জন্য।
এমনি এক দুঃসাহসিক জুটিকে সমুদ্রের তলদেশে বিয়েবন্ধনে আবদ্ধ হতে দেখলো সৌদি আরব ও এর বাসিন্দারা। এর পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা। সূত্র জানায়, রেড সি-এর স্বচ্ছ জলরাশির নিচে বিয়েবন্ধনে আবদ্ধ হলো সৌদি আরবের হাসান আবু আল-ওলা ও ইয়াসমিন দফতারদার এক জুটি। সাগরের তলদেশে অত্যাশ্চার্য কোরালপ্রাচীরে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। এই জুটির স্বপ্ন পূরণে সহায়তা করেছে সৌদি আরবের স্থানীয় একটি ডাইভিং দল। পানির নিচে প্রাণিবৈচিত্র্য উপভোগ করতে পছন্দ করেন হাসান ও ইয়াসমিন। এ কারণেই তারা বিয়ের জন্য সমুদ্রের তলদেশকে বেছে নেন।
এই জুটি আশা করছেন, তাদের বিয়ে আরো অনেক দুঃসাহসিক জুটির এ ধরনের বিয়ের আয়োজন করতে আগ্রহ সৃষ্টি করবে। দি ইকোনমিক টাইমস।


আরো সংবাদ



premium cement