০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬
`
রাজপথে মৃত্যুর হানা

শিশু ও ছাত্রীসহ প্রাণ গেল ৩ জনের

-

পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জেলায় শিশু ও ছাত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
নড়াইল প্রতিনিধি জানান, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে যানবাহনে ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থী পিয়ালী অধিকারী নিহত হয়েছে। সোমবার সকালে নড়াইল-যশোর সড়কের বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিয়ালী সদরের মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের বীরেন অধিকারীর মেয়ে।
বীরেন অধিকারী জানান, পিয়ালী নড়াইল শহর থেকে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে সোমবার সকালে ইজিবাইকে পোশাক জড়িয়ে গুরুতর আহত হয়। নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিয়ালী পড়ালেখার পাশাপাশি গান গাইতো।
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ার ফাঁসিয়াখালী ঝনঝনিয়া ব্রিজ এলাকায় বাসের সাথে-সিএনজির ও টমটমের সংঘর্ষে মারিয়া মনি (০১) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আরো ৯ জন আহত হয়। তন্মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। (৭ অক্টোবর) সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চকরিয়া থেকে সিএনজি গাড়ি ঈদগাঁও যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের গাড়ি ও টমটম গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ছোট গাড়ির যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা মারিয়া মনিকে মৃত ঘোষণা করেন।

নিহত মারিয়া মনি বরইতলী ইউনিয়নের মহছোনিয়া এলাকার মোহাম্মদ আমিনের মেয়ে বলে জানা যায়।
আহতরা হলেন, বরইতলী ইউনিয়নের মহছোনিয়া পাড়া এলাকার সিএনজি চালক রবিউল আলম (৩০), মোহাম্মদ আমিন, তার ছেলে ইয়াছিন (৭), মেয়ে সুমাইয়া (১০), মা রশিদা বেগম (৬০), শাহীন আক্তার (৩৩), শাহিদা বেগম (২৭), মোহাম্মদ আমিনের পরিবারের আটজন, অন্যরা হলেন পথচারী সায়রা খাতুন (৬৫) ও মুজাহিদ (৩৩) বলে জানা যায়।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, সড়ক দুর্ঘটনায় দৈনিক দিনকালের স্টাফ ও বিএনপির মিডিয়া সেলের কর্মী সাংবাদিক তানভীর আহমেদের নামাজে জানাজা পড়তে এসে সৈয়দ বশিরুজ্জামান বশির (৫০) নামে এক বিএনপি নেতা মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা নিউরোসায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান।
তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর জিয়া পরিষদের সাবেক সহসভাপতি ও কুলিয়ারচর পৌর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য।
রোববার রাত ১২টার দিকে কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলাস্থ বাজরা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় কুলিয়ারচর পৌর এলাকার পালটিয়া গ্রামের বিএনপি নেতা ভুলন মিয়া (৪৫) গুরুতর আহত হন। আহত ভুলন মিয়াকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন এলাকাবাসী।

 

 

 


আরো সংবাদ



premium cement