০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬
`
ক্র্যাবের সাথে মতবিনিময়ে ডিজি

র‌্যাবে আয়নাঘর নেই গুম-খুনেও জড়াবে না

-

র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, গুম-খুনের সাথে তাদের সদস্যরা কোনোভাবেই জড়াবে না। আয়নাঘর বলে র‌্যাবে কিছু নেই। আর বিচারবহির্ভূত কোনো কিছু হওয়ার সুযোগ নেই।
গতকাল র‌্যাব সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
র‌্যাব মহাপরিচালক বলেন, ‘বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডে র‌্যাব জড়াবে না। কাউকে একস্থান থেকে ধরে অন্যস্থানে নিয়ে আটকে রাখা হবে না। র‌্যাব আইনের মধ্যে থেকে কাজ করবে। গুম-খুন ফৌজদারি অপরাধ । বাহিনীর কোনো সদস্য এতে জড়ালে বরদাস্ত করা হবে না। এ অপরাধে জড়ানোর কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সাথে সমন্বয় করে কাজ করছে র‌্যাব। এ ছাড়া জামিনে যেসব জঙ্গি বের হয়েছে, তাদের মনিটরিং করা হচ্ছে। কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে।’
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করছে জাতিসঙ্ঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

এ বিষয়ে শহিদুর রহমান বলেন, ‘জাতিসঙ্ঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইতোমধ্যে র‌্যাবের সাথে যোগাযোগ ও পরিদর্শন করেছে। তাদের যাবতীয় তথ্য দেয়া হয়েছে। চাহিদামতো আরো তথ্য দেয়া হবে।’
এ সময় ক্র্যাবের সাধারণ সম্পাদক সংগঠনের নানাদিক তুলে ধরে বক্তব্য দেন। আর সভাপতি কামরুজ্জামান খান র‌্যাব ও ক্র্যাবের মধ্যে সোহার্দ্যপূর্ণ সম্পর্কে বিষয় নতুন মহাপরিচালককে অবহিত করেন।
র‌্যাব ডিজিও তার চাকরি জীবনে সাংবাদিকদের কাছ থেকে নানা ভালো তথ্য পাওয়া বিষয়টি তুলে ধরেন। মতবিনিময়ে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, নির্বাহী কমিটিরি সদস্য আলী আজম, শেখ কালিমুল্লাহসহ র‌্যাবের ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement