০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

শৈলকুপা ও চন্দনাইশে ২ চালক নিহত

-

পৃথক সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের শৈলকুপায় এক ভ্যান চালক এবং চট্টগ্রামের চন্দনাইশে এক অটো চালক নিহত হয়েছেন।
শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ ব্রিজের কাছে ট্রাকের ধাক্কায় মনোয়ার হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ২টার দিকে। নিহত ব্যক্তি মাইল মারি গ্রামের আবু বক্করের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে নিজ গ্রাম মাইলমারি থেকে ভ্যানে পান বোঝাই করে বিক্রির জন্য ঝিনাইদহ যাওয়ার পথে বড়দাহ নামক স্থানে পৌঁছলে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে মুখোমুখি ধাক্কা দিলে ভ্যান চালক গুরুতর আহত হয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. সহেলী খাতুন জানান, মৃত অবস্থায় থাকে হাসপাতালে আনা হয়েছিল।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় একটি মালবাহী জিপের ধাক্কায় মো: মফিজ (৫০) নামে এক ব্যাটারি চালিত রিকশাচালক নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার হাশিমপুর বাগিচা হাটে এ ঘটনা ঘটে।
নিহত মো: মফিজ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের মোহাম্মদ ইসহাকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যদর্শী সূত্রে জানা গেছে ব্যাটারি চালিত রিকশা নিয়ে মহাসড়কে ওঠার সময় কক্সবাজারমুখী একটি জিপ গাড়ি রিকশাটিকে সজোরে আঘাত করে। এতে রিকশা থেকে চালক মফিজ সিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলে ইরানের ১৮১ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিশোধের হুমকি নেতানিয়াহুর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ : প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি কারাগারে কেমন আছেন ‘ভিআইপি’ বন্দীরা রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান সংস্কারের পরই নির্বাচনী রোডম্যাপ নির্ধারণ হবে এমডির সহযোগিতায় ৭৫ কোটি টাকা লোপাট : পর্ষদ ভেঙে দেয়ার দাবি ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যার পানি কমলেও বাড়ছে ভাঙন রেমিট্যান্সে সেপ্টেম্বরে রেকর্ড প্রবৃদ্ধি ৮০.২১ শতাংশ ‘ন্যায্যতাই’ কেবল বাংলাদেশ-ভারত সম্পর্ক টেকসই করবে

সকল