২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক

সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বার জব্দ, যুবক আটক - ছবি : ইউএনবি

সাতক্ষীরার ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে জাকির হোসেন (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রামের ১১টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জাকির ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক আশরাফুল হক বলেন, জাকিরের কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫২৮ টাকা।

তিনি আরো বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার হচ্ছিল। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা ও স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement