২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

দামুড়হুদায় কুকুর বাঁচাতে গিয়ে যুবক নিহত

দামুড়হুদায় কুকুর বাঁচাতে গিয়ে যুবক নিহত - নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় দামুড়হুদায় কুকুর বাঁচাতে গিয়ে আলমসাধু (তিন চাকার স্থানীয় পরিবহন) উল্টে এর চালক বাবু শাহ (৩০) নিহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর-বোয়ালমারি সড়কের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু শাহ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের রুহুল শাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আলমসাধুচালক বাবু শাহ কাজ শেষে জগন্নাথপুর বাজার হয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় জগনাথপুর গ্রামে পৌঁছালে রাস্তার ওপর দুটি কুকুর শুয়ে থাকতে দেখে তাদের বাঁচানোর চেষ্টা করেন তিনি। ওই সময় আলমসাধুটি উল্টে যায় এবং চালক বাবুর মাথার ওপর পড়ে। ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানা হেফাজতে নিয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement




up