কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২ মোটরসাইকেলসহ ৪ মাদককারবারি আটক
- মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
- ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১১
কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ মিরপুরের ৪৭ বিজিবি অভিযান চালিয়ে দু’টি মোটরসাইকেলসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় মাদককারবারিদের থেকে ভারতীয় সাত বোতল মদ, পাঁচ বোতল ফেন্সিডিল, দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার জগতি কবুরহাট গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সিহাব আহমেদ (২০)। একই এলাকার মো: সেলিম আলাদিনের ছেলে মো: জিহাদ আলাদিন, মো: মাসুদ রানার ছেলে মো: হাদিদ আব্দুল্লাহ (২০) ও আব্দুস সালামের ছেলে রাজিব হোসেন (২৮)।
বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪ থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর ঘাট এলাকায় জেসিও-৯৯৪৭ নায়েক সুবেদার মো: রফিকুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুষ্টিয়া সদর উপজেলার কবরহাট গ্রামের চারজনকে মাদকসহ আটক করা হয়। আটক আসামিদের নামে বিধি অনুযায়ী দৌলতপুর থানায় মামলা এবং হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা