২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুষ্টিয়ায় জেলপলাতক দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

কুষ্টিয়ায় জেলপলাতক দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার - নয়া দিগন্ত

কুষ্টিয়ায় জেলখানা থেকে পলাতক ২৫টি মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত মো: সামিরুল মন্ডলকে র‍্যাব-১২ গ্রেফতার করেছে। তিনি খোকসা উপজেলার ওসমানপুর এলাকার সামসুদ্দিন মন্ডলের ছেলে।

বুধবার বেলা ১১টায় র‍্যাব-১২ সিপিস-১ কুষ্টিয়া কার্যালয়ে এক বিবৃতিতে কুষ্টিয়ার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার থেকে ৯৮ জন কারাবন্দী তালা ভেঙ্গে পালিয়ে যায়। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়। মামলা নম্বর-১০ ধারা- ৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০। এরপর আসামিদের গ্রেফতারের জন্য র‍্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‍্যাব-১২ জানান, র‍্যাব সদর দফতর গোয়েন্দা শাখার সহযোগিতায় ৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ধর্মপাড়া এলাকা থেকে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামি মো: সামিরুল মন্ডলের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা, ১৮টি মারামারি মামলা, একটি অস্ত্র মামলা, একটি বিস্ফোরক আইনে মামলা ও জেলা কারাগার থেকে পলাতক মামলাসহ মোট ২৫টি মামলা রয়েছে।

কুষ্টিয়ার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, জেল পলাতক বাকি কারাবন্দীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement