২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতে পালানোর সময় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

ভারতে পালানোর সময় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

ভারতে পালানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি তারেক আহাম্মেদ অনিক (৩৪) ওরফে কিলার অনিককে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত থেকে গ্রেফতার করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওয়ার্ড যুবলীগের নেতা অনিক ঢাকা মহানগর যুবলীগের সহ-সভাপতি হাজী আবু তাহেরের ছেলে। তার বাড়ি বাড্ডা থানার উত্তর বাড্ডা এলাকার ভাওয়ালীপাড়ায়। তার বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যাসহ চারটি মামলা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোর রাতে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন অনিক। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে গ্রেফতার করে মহেশপুর থানায় সোপর্দ করে।

মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবির উপ-পরিচালক মেজর মোল্লা ওবায়েদুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি অনিক। তিনি মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার খবর পেয়ে মহেশপুরের মাটিলা সীমান্তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে অনিক ছাত্র হত্যাসহ একাধিক হত্যা মামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় বিজিবি। তারেক আহম্মেদ অনিক ঢাকা বাড্ডা এলাকায় কিলার অনিক নামে সমধিক পরিচিত বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement