২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইবি ছাত্রলীগের কক্ষ থেকে পিস্তল-গ্রেনেডসহ দেশীয় অস্ত্র উদ্ধার

ইবি ছাত্রলীগের কক্ষ থেকে পিস্তল-গ্রেনেডসহ দেশীয় অস্ত্র উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে পিস্তল-গ্রেনেডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মদের বোতল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শেখ হাসিনার পদত্যাগের পর শিক্ষার্থীরা বিভিন্ন হলে অভিযান চালিয়ে এসকল অস্ত্র উদ্ধার করেন।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

এছাড়া মদের বোতল এবং মাদক সেবনের সরঞ্জামগুলো ইবি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

এ সময় বিভিন্ন হল থেকে একটা দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল), ছয়টি বুলেট, একটি গ্রেনেড, ১০টি রামদা, আটটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, দুটি হকিস্টিক, দুটি হ্যান্ডস্টিক, ছয়টি জিআই পাইপ, ৪৯টি রড, তিনটি লোহার শিক, পটকা বোমা তিন প্যাকেট, ৫০০ গ্রাম ককটেল বারুদ, ২০০ গ্রাম পেট্রোল, ৩০০ পিচ মার্বেল পাওয়া যায়। এছাড়া ১৯টি ফাঁকা মদের বোতল, দুটি ফাঁকা ফেনসিডিলের বোতল, নিয়টি ইয়াবা স্টিক, পাঁচটা গাঁজার বাঁশি ও ১০-১২টি কনডমের প্যাকেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট বলেন, স্বৈরাচার হাসিনার পতনের দিনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদের রুমগুলো ভেঙে ফেলেন। শুধুমাত্র সেই রুমগুলোতে অভিযান চালিয়ে আমরা এসব দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছি। উদ্ধারকৃত সকল অস্ত্র সেনাবাহিনী এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সামনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ছাত্রলীগের বাকি কক্ষগুলোতে এ অভিযান চালানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ সাংবাদিকদের বলেন, এই বিষয়ে আমি মন্তব্য করতে রাজি নই। এর আগে এসব বিষয়ে প্রশাসনের কাছে কোনো ইনফরমেশন ছিল না। এজন্য সেসময় কোনো অভিযান চালানো হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছে। এটা শিক্ষার্থীরা ভালো কাজ করছে। পরবর্তীতে প্রশাসনের নির্দেশনা নিয়ে আরো অভিযান চালানো হবে।


আরো সংবাদ



premium cement