২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কেশবপুরে বিয়ে অনুষ্ঠানে এসে ভাই ও বোনের পানিতে ডুবে মৃত্যু

কেশবপুরে বিয়ে অনুষ্ঠানে এসে ভাই ও বোনের পানিতে ডুবে মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

কেশবপুরে খালার বাড়িতে বিয়ে অনুষ্ঠানে বেড়াতে এসে দু‘খালাতো ভাই ও বোনের পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের তবিবর হোসেনের ছেলে সোহাগের বিয়ে অনুষ্ঠানে আসে তবিবরের দুই শ্যালিকাসহ তাদের সন্তান।

জানা যায়, বিয়ের দিন ১৬ আগস্ট। তার একদিন আগে দাওয়াতে আসে সাতক্ষীরা সদরের সোহাগ হোসেনের ছেলে সাকিল হোসেন (১০) ও তারই খালাতো বোন কেশবপুর উপজেলার বরনডালি গ্রামের আব্দুল মামুন খানের মেয়ে মালিহা খাতুন (৮)। বাড়ির সকলের অগোচরে এই খালাতো দু‘ ভাই ও বোন বাড়ির পার্শ্বে একটি পুকুরে গোসল করতে যায়।

সেখানে পানিতে ডুবে তাদের মৃত্যু হয় বলে এলাকাবাসী জানান। সেখানে জনৈক ব্যক্তি গোসল করতে যেয়ে তাদের পুকুরের পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে খবর দেয়া হলে সেখান থেকে তুলে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement