২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নতুন স্বাধীনতা নস্যাতের ষড়যন্ত্র রুখে দিতে হবে : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার - নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সাম্প্রদায়িক সংঘাতের উস্কানি দিয়ে ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা নস্যাতের ষড়যন্ত্র রুখে দিতে হবে। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তবর্তী সরকার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বুধবার খুলনা-৫ সংসদীয় নির্বাচনি এলাকা সফরকালে ফুলতলা উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে এক পথসভায় বক্তৃতা দানকালে তিনি এসব কথা বলেন।

উপজেলা আমির অধ্যাপক আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তৃতা দেন জামাতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ফুলতলা উপজেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ ও জাতীয় পার্টি নেতা হাবিবুর রহমান।

তিনি বলেন, ৫ আগস্ট নতুন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর একটি অপশক্তি দুনিয়ার সামনে দেশকে অপমানিত ও ছোট করতে হিন্দু, বৌদ্ধ ও খৃস্টানদের ব্যবহার করে নতুন নৈরাজ্যের সৃষ্টি করেছিল। কিন্তু খুলনায় মন্দিরে হামলা বা সাম্প্রদায়িক হামলার একটি ঘটনাও ঘটেনি। সারা দেশে হিন্দুদের মন্দির ও সহায় সম্পদ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা পাহারা দিয়েছে। পক্ষান্তরে খোঁজ নিলে দেখা যাবে হিন্দুদের ওপর নির্যাতন করা ও তাদের জমি জায়গা সম্পদ আওয়ামী লীগের লোকজনই দখল করেছে। তারা এসব অপকর্ম করে দোষচাপায় আমাদের ওপর। তবে সব ষড়যন্ত্র বানচাল করে আমরা নতুন বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার দেশ হিসেবে অক্ষুণ্ণ রাখব ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের লোকজন এবং এক শ্রেণির সংবাদ মাধ্যমে দেশে কোনো কিছু ঘটলে তার দায় জামায়াত-শিবিরের ওপর চাপানোর মেনিয়া হয়ে গিয়েছিল। শেখ হাসিনা আমাদের নাম এতবার উচ্চারণ করতেন, মনে হতো তিনি জামায়াতের প্রচার সম্পাদক।

তিনি আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, তারা পনের বছর ধরে দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করেছিল। মানুষ সে রাজত্বে স্বাভাবিকভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারেনি। পারেনি গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার চর্চা করতে। ৫ আগস্টের পর গঠিত সরকার অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এ পরিবেশ কোনোমতে বিঘ্নিত হোক তা আর চাই না।

তিনি জনসাধারণকে নির্বাচনের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, আমরা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে আলোচনাকালে বলেছি মানুষ নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে পারবে, রাস্তায় হামলা বাধার সম্মুখীন হবে না, কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এরকম একটি পরিবেশ সৃষ্টি করুন। তারপর নির্বাচনের আয়োজন করুন। আপনারা সে পর্যন্ত ধৈর্য ধারণ করেন।

এর আগে অধ্যাপক গোলাম পরওয়ার শিরোমনি শহীদ মিনার চত্বরে আরেকটি পথসভায় বক্তৃতা দেন। সেখানে মাওলানা আজাদ ছাড়াও খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন, খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ বক্তৃতা দেন।

ফুলতলার পথসভার পরে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মত বিনিময় করেন। এরপর তার ফুলতলা উপজেলার জামিরা এবং ডুমুরিয়া উপজেলার শরাফপুর ও ডুমুরিয়া বাজারে পৃথক পৃথক পথসভায় বক্তৃতা দেন।


আরো সংবাদ



premium cement