ফকিরহাটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নির্দেশনা
- আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট)
- ১৪ আগস্ট ২০২৪, ১১:০১
বাগেরহাটের ফকিরহাটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফকিরহাট উপজেলা শাখার পক্ষ থেকে নেতাকর্মীদের লিখিত নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক মো: শহিদুল আলম স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেয়া হয়।
এত উল্লেখ করা হয়, ‘এতদ্বারা ফকিরহাটের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে- বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। কোনো প্রকার হামলা-ভাঙচুর এবং দলবাজি থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয়া হলো। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য দলীয় ব্যবস্থা নেয়া হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা আইনানুগ ব্যবস্থা নেবে।’
এছাড়াও মঙ্গলবার দুপুরে উপজেলার কাটাখালী থেকে ফকিরহাট পর্যন্ত বিজয় মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
এ সময় বিশ্বরোড মোড় এলাকায় একটি পথসভায় বক্তব্য রাখেন- বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহব্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরাসহ বিভিন্ন নেতাকর্মী।
সভায় বক্তারা শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার মাধ্যমে দেশ আবারো স্বাধীন হয়েছে উল্লেখ করে বলেন, এখন ঘৃণা বা সঙ্ঘাতের সময় নয়। সবাই মিলে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
এরপর বিএনপি নেতা শেখ কামরুল ইসলাম গোরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফকিরহাট মডেল থানা কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে বৈঠক করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা