কুমারখালীর পাঁচ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিল জামায়াত
- কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
- ১২ আগস্ট ২০২৪, ২২:১৭
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন কুষ্টিয়ার কুমারখালীর চারজন শ্রমিক ও একজন ছাত্র। তাদের প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী।
সোমবার (১২ আগস্ট) দুপুরে জেলার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুরের আব্দুস সালাম, চর ভবানীপুরের সেলিম মন্ডল, শিলাইদহের আলমগীর হোসাইন, ভাঁড়রার জামাল উদ্দিন ও লাহিনী পাড়ার ছাত্র জুবায়ের হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের হাতে এ সহায়তা পৌঁছে দেন জেলা জামায়াতের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর অঞ্চলের টিম সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ এ কে এম আলী মহসীন, জেলা আমির অধ্যাপক আবুল হাশেম, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, ছাত্র শিবিরেরর জেলা সভাপতি ইমরান হুসাইনসহ অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মী।
উল্লেখ্য, ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়েছিল তারা। ওই সময় পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হওয়ার পরে বিভিন্ন সময় মৃত্যুবরণ করেন তিনজন ও দু’জন একটি ভবনে আটকে পুড়ে মারা যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা