২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইবি শিক্ষার্থীদের ‘ক্যাম্পাস ক্লিনিং’ কর্মসূচি

- ছবি : নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ক্যাম্পাস ক্লিনিং’ কর্মসূচী সম্পন্ন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১২ আগস্ট) বেলা ১১ টায় ক্যাম্পাসের বিভিন্ন চত্ত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট ও অন্য সহ-সমন্বয়করাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। শিক্ষার্থীরা প্রধান ফটক, ডায়না চত্বর, ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পরিষ্কার করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি'র সমন্বয়ক এস এম সুইট বলেন, স্বৈরাচার পতনের পর এখন দেশ সংস্কারের কাজে হাত দিয়েছে ছাত্রজনতা। দেশ সংস্কারের অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি হাতে নেয়া হয়েছে। দেশ এবং ক্যাম্পাস সংস্কারে আমাদের প্রচেষ্টা অব্যহত থাকবে।


আরো সংবাদ



premium cement