২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খুলনায় গণপিটুনিতে উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৩

- ছবি : প্রতীকী

খুলনায় বিজয় মিছিলের ওপর গুলি করার ঘটনায় গণপিটুনিতে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজাসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহত অপর দু’জন হলেন, জি এম মহসিন রেজার গাড়িচালক আলমগীর হোসেন ও ব্যক্তিগত সহকারী মফিজুল ইসলাম।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর পেয়ে সাধারণ জনতা বিজয় মিছিল বের করে। মিছিলটি জি এম মহসিন রেজার বাসভবনের সামনে গেলে তিনি ব্যক্তিগত পিস্তল দিয়ে মিছিলের ওপর ৭ রাউন্ড গুলি করেন। এতে সাব্বির, আলতাফ, আবু মুছা, নূরুজ্জামানসহ সাতজন আহত হয়।

পরে বিক্ষুব্ধ জনতা জি এম মহসিন রেজার বাসভবনে ঢুকে তাকে ও তার দুই সহযোগীকে মারধর ও বাড়ির আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে জিএম মহসিন রেজাসহ তিনজন ঘটনাস্থলে নিহত হন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement