মহম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে ২ জন শিক্ষার্থী নিহত
- মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা
- ০৪ আগস্ট ২০২৪, ১৯:৪৭
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে দুজন শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে।
রোববার (৪ আগস্ট) গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু খবর নিশ্চিত করেছে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যজনের মৃত্যুর খবর তার পরিবার নিশ্চিত করেছে।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৌমেন সাহা জানান, ‘আমার এখানে গুলিবিদ্ধ হয়ে ৩৫-৪০ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া দুজন পুলিশ সদস্যও চিকিৎসা নিয়েছেন। একজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।’
নিহতরা হলেন মহম্মদপুর টেকনিক্যাল বিএম কলেজের ছাত্র বালিদিয়ার বাসিন্দা সুমন আহমেদ (১৬) ও মহম্মদপুর সদরের বাসিন্দা এবং আমিনুর রহমান কলেজের একাদশ শ্রেণির ছাত্র আহাদ বিশ্বাস (১৭)
স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে মহম্মদপুর উপজেলা পরিষদের কয়েকটি অফিসে অগ্নিসংযোগ, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগসহ প্রায় ২০টি বেশি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আন্দোলকারীরা বেলা ১১টায় শ্যামনগরে জড়ো হন এবং এরপরপরই মহম্মদপুরে সদরে প্রবেশের চেষ্টা করেন। আমিনুর রহমান কলেজের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা উত্তেজিত হলে পুলিশ গুলি ছুড়ে ছত্রভঙ্গের চেষ্টা করেন। এরপর পুলিশ পিছু হটলে মহম্মদপুর বাজার দখলে নেয় আন্দোলকারীরা।
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ‘আমাদের কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেলে আমরা থানায় যাই। সেখানে পুলিশ গুলি ছোড়ে। এতে আমাদের কয়েকজন আহত ও নিহত হয়।’ এরপর লাশ নিয়ে বিক্ষোভ করেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুর দাস মন্ডল বলেন, আন্দোলনকারীরা থানা আক্রোমণ করলে এখানেও গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গের চেষ্ঠা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা