২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রংপুরে চলছে না গণপরিবহন

রংপুরে চলছে না গণপরিবহন - ছবি : নয়া দিগন্ত

কারফিউর ১৬তম দিনে সকাল ৬টা থেকে শিথিল থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘অসহযোগ আন্দোলনের’ প্রথম দিনে রংপুর থেকে কোনো ধরনের গণপরিবহন চলাচল করছে না।

রোববার (৪ আগস্ট) ভোর থেকেই সংশ্লিষ্টরা তাদের পরিহরন ঢাকা কোচ স্ট্যান্ড, সিটি টারমিনালসহ স্টপিজগুলোতে স্তুপ করে রেখেছেন। ছেড়ে যায়নি দুরপাল্লা আন্তঃজেলা ও উপজেলা রুটেই কোনো বাস। খোলেনি কোনো টিকেট কাউন্টার, নেই যাত্রী।

নগরীতে কিছু রিকশা, মোটরসাইকেল ও খাদ্য-পণ্য আনা-নেয়ার পরিবহন ছাড়া চলছে না কোনো গাড়ি। অথচ শনিবারও ভোর থেকেই ছিল সবকিছু ঠিকঠাক।

আজ রোববার রংপুর বিভাগের আট জেলায় সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছে বিভাগীয় কমিশনার। সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো উপস্থিতিও নেই। সবজায়গায় বিরাজ করছে অজানা আতঙ্ক।

ঢাকা কোচ স্ট্যান্ডে আরিফ নামে একজন গাড়ির হেলপার বলেন, ‘কয়েক দিন খুব ভালোভাবেই গাড়ি গেল। কিন্তু অসহযোগের ডাক দিয়েছে বলে মহাজন গাড়ি চালাতে নিষেধ করেছেন। যদি রাস্তায় কিছু হয়! আবারো আমাদের রুটি-রুজির পথ বন্ধ হয়ে গেল। আমরা সরকারের কাছে দাবি জানাই, সব কিছু সমাধান করে নেন। আমাদের জীবন বাঁচান।’

নাম প্রকাশ না করার শর্তে একজন গাড়ির মালিক বলেন, ‘গাড়ি চালাবো কিসের নিশ্চয়তায়? পরিস্থিতি ভালো হোক।’

এরই মধ্যে আওয়ামী লীগ বেলা ১১টায় বেতপট্রির দলীয় কার্যালয়ে অবস্থান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাউন হল মাঠে জড়ো হয়ে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। এছাড়াও আজ বেলা ১২টায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন রংপুর আসবে। এসেই সার্কিট হাউজে আবু সাঈদের মৃত্যুর বিষয়ে তদন্ত পরিচালনা করার কথা রয়েছে তাদের।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান বলেন, ‘আমরা সতর্ক অবস্থাতেই আছি। কেউ অরাজকতা করতে চাইলে সেটা আমরা দমন করব।’


আরো সংবাদ



premium cement