ইবি ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর
- ইবি সংবাদদাতা
- ০৩ আগস্ট ২০২৪, ২১:৩২
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেছে আন্দোলনকারী বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুর দুইটার দিকে জিয়া মোড়ে অবস্থিত এ কার্যালয় ভাঙচুর করেন তারা। এর আগে বেলা ১১টায় নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
পরে সেখানে প্রধানমন্ত্রীকে স্বৈরাচার আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেন তারা।
কর্মসূচির সমাপ্তি ঘোষণার পর দেয়াল লিখনের জন্য ক্যাম্পাসে ঢোকেন কিছু আন্দোলনকারী। পরে তারা গিয়ে কার্যালয় ভাঙচুর করেছেন বলে জানা গেছে। এদিকে আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকজুড়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও ছাত্র হত্যার প্রতিবাদে নানা শ্লোগান লিখেন শিক্ষার্থীরা। এছাড়া দেশরত্ন শেখ হাসিনা হলের প্রধান ফটকে দেশরত্ন মুছে দিয়ে ‘স্বৈরাচার শেখ হাসিনা হল’ লিখে দিয়েছেন ছাত্রীরা।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বিএনপি জামায়াতের লোকজন এসব কাজ করেছে। আমরা এ বিষয়ে আইনী পদক্ষেপ নিব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা