২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রবল বৃষ্টি উপেক্ষা করে যশোরে শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ

প্রবল বৃষ্টি উপেক্ষা করে যশোরে শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

যশোরে প্রবল বৃষ্টির মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল গত ১৫-২০ বছরের মধ্যে সবচেয়ে বড় মিছিল বলে উল্লেখ করেছে যশোরের আপামর মানুষ।

শুক্রবার (২ আগস্ট) বেলা ৩টার দিকে শহরের পালবাড়ি মোড়ে জমা হতে থাকে খণ্ড খণ্ড মিছিল।

সাড়ে ৩টার মধ্যে হাজার হাজার শিক্ষার্থীর সাথে সাধারণ মানুষ উপস্থিত হয়। এরপর দোয়া অনুষ্ঠিত হয় সেখানে। হিন্দু ধর্মের শিক্ষার্থীরা এখানে প্রার্থনাও করেন। এরপর মিছিল সহকারে শহরের দড়াটানা অভিমুখে যাত্রা শুরু করে ছাত্র আন্দোলন। মাঝপথে বিমান অফিসের সামনে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাগ্রত বাংলাদেশের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে ছাত্র আন্দোলনের নেতারাসহ বাবা, মা এবং বিভিন্ন পেশার মানুষ বক্তৃতা করেন। এরপর দড়াটানায় গিয়ে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।


আরো সংবাদ



premium cement