২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যশোরে কোটাবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে পুলিশের লাঠিচার্জ

- ছবি : নয়া দিগন্ত

যশোরে কোটাবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পরে এসপি অফিসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

লাঠিচার্জের পর শিক্ষার্থীরা শহরতলির ধর্মতলায় জড়ো হয়। ওই মিছিলে অভিভাবকরাও অংশ নেন বলে আন্দোলনকারীরা জানিয়েছে।

মিছিলে অংশ নেয়া অনেকেই জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা মিছিল নিয়ে পৌর পার্কের সামনের সড়ক দিয়ে এসপি অফিসের সামনে যাওয়ার চেষ্টা করেন। কিছু দূর যাওয়ার পর পুলিশ মিছিলে বাধা দেয়। তখন তারা বাধা উপেক্ষা করে এসপি অফিসের সামনে গেলে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে শহরের পালবাড়ি মোড়ে আবার সংঘবদ্ধ হয়ে মিছিল করলে সেখানেও লাঠিচার্জ করে পুলিশ। এরপর শহরতলির ধর্মতলায় শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। কিন্তু পুলিশ বারবার তাদের বাধা দেয়।

নারী শিক্ষার্থীরা দাবি করেছেন, পুলিশ তাদের লাঠিপেটা করেছে। মিছিলে অংশ নেয়া একজন অভিভাবক ও শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন।


আরো সংবাদ



premium cement