২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চৌগাছায় তুচ্ছঘটনায় যুবক খুন

- প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলী হোসেন খোকন (২৮) নামে এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের হুদাচৌগাছা মোড়ে এ ঘটনা ঘটে।

আলী হোসেন খোকন হুদাচৌগাছা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

চৌগাছা সরকারি হাসপাতালে নিহতের ফুপাত ভাই আকছেদ আলী সাংবাদিকদের বলেন, আলী হোসেন খোকন পেশাই একজন ভ্যান চলক। তিনি সরল প্রকৃতির মানুষ। প্রায় তার প্রতিবেশী আশরাফ হোসেন ও তার ভাইয়েরা তাকে পাগল নির্বোধ হাবলা ঘরবুলা বলে বিরক্ত করত। এতে সে ক্ষেপে গিয়ে বিভিন্ন গাল-মন্ধ করত। শনিবার (২৭ জুলাই ) দুপুরে আলী হোসেন খোকন ভ্যান চালিয়ে বাজার থেকে বাড়িতে ফিরছিল। তিনি বাড়ির সামনে পৌছালে সেখানে থাকা আশরাফ হোসেন ও তার ভাইয়েরা তাকে পাগল নির্বোধ হাবলা ঘরবুলা বলে বিরক্ত করতে থাকে। এতে তিনি ক্ষেপে গিয়ে আশরাফ হোসেনকে কয়েকটি কিল-ঘুসি মারে। পরে স্থানীয় লোকজন এসে তাদের দু’জনের মধ্যে বিবাদ মিটিয়ে দিলে তারা যার যার বাড়িতে চলে যান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলী হোসেন খোকনকে আশরাফ আলী বাড়ি থেকে চা খাওয়ানোর নাম করে ডেকে আনে। তারা হুদা-চৌগাছার মোড়ে ভোলার চায়ের দোকানের সামনে পৌছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা হুদা-চৌগাছা গ্রামের হারুন আলীর ছেলে আশরাফ হোসেনের (২৫) নেতৃত্বে রনি হোসেন (৩৫), সাইফুল ইসলাম (২৮), রেজা হোসেন (২২) ও তাদের দুলাভাই উপজেলা হিজলী গ্রামের রফি উদ্দীনের ছেলে আব্দুল মালেক আলী হোসেন খোকনকে ধারালো চাকু, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি দিয়ে এলোপাতাড়ীভাবে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন আহত আলী হোসেন খোকনকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা সরকারি হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জুলকার বলেন, রাত সাড়ে ৮টার দিকে তারা নিহত ব্যাক্তিকে এখানে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনা স্থলে রয়েছে। আসামিদের আটকের জন্য অভিযান চলছে।


আরো সংবাদ



premium cement