২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চৌগাছায় কৃষকের ১ বিঘা ফলন্ত ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

চৌগাছায় কৃষকের ১ বিঘা ফলন্ত ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা - ছবি : নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ড্রাগন চাষি ইব্রাহিম হোসেনের এক বিঘা জমির ফলন্ত ড্রাগন ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ জুলাই) চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ইব্রাহিম হোসেন। এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার সিংহঝুলী গ্রামের পূর্বপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

ড্রাগন চাষি ইব্রাহিম হোসেন উপজেলার সিংহঝুলি ইউনিয়নের সিংহঝুলি ঝাউতলা গ্রামের আকবার আলীর ছেলে।

ইব্রাহিম হোসেন বলেন, ‘২০২৩ সালে বাড়ির পাশে বলিদাপাড়া মৌজার সিংহঝুলি পূর্বপাড়া মাঠের নুর মোহাম্মদের ডিপকলের পাশে ৩৩ শতক জমিতে পাঁচ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ড্রাগন ফলের বাগান করি। এক বছর ধরে পরিচর্যা করে এখন ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল-ফল এসেছে।’

তিনি জানান, ইতোমধ্যে বাগানে প্রায় সাত লাখ টাকার বেশি খরচ করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে শত্রুতারে জেরে কে বা কারা ড্রাগন ফলের গাছ কেটে সাবাড় করে দিয়েছে।

কৃষক ইব্রাহিমের ভাতিজা ইমামুল ইসলাম বলেন, ‘রাতের অন্ধকারে কে বা কারা এই ড্রাগন ফলের গাছ কেটে দিয়েছে। সকালে মাঠে এসে দেখি যে সারি সারি গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। এখন গাছে ফুল-ফল ধরা শুরু হয়েছে। কেউ শত্রুতা করে সব ড্রাগন গাছ কেটে দিয়েছে।’

চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, ‘ড্রাগন ফলের বাগান কাটার বিষয়টি জানতে পেরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুব্রতকে বাগান পরিদর্শন করতে পাঠাই। ড্রাগন চাষির পক্ষ থেকে সাহায্যের জন্য এখনো কোনো অভিযোগ বা আবেদন পাইনি। তারপরও আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষক যেন ক্ষতি পুষিয়ে উঠতে পারেন সে ব্যাপারে সব ধরনের সহযোগিতা করা হবে।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’


আরো সংবাদ



premium cement