২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দৌলতপুর সীমান্তে ১ কেজি সোনাসহ পাচারকারী আটক

দৌলতপুর সীমান্তে ১ কেজি সোনাসহ পাচারকারী আটক - নয়া দিগন্ত

বর্ডার গার্ড বাংলাদেশ খুলনা ব্যাটালিয়ন-২১ টহল দল এক কেজি ৬৮ গ্রাম ওজনের নয়টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে।

মঙ্গলবার সকালে বিজিবি বেনাপোল দৌলতপুর বিওপির টহল দল মনোয়ার হোসেন (৫০) নামে ওই পাচারকারীকে আটক করে।

মনোয়ার হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মো: রবিউল হোসেনের ছেলে।

ঘটনাটি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার।

তিনি জানান, মঙ্গলবার সকালে ভারতে পাচারের সময় দৌলতপুর সীমান্তের ধগলীর মাঠ থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে- দৌলতপুর বিওপি'র সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা সোনার বার ভারতে পাচারের উদ্দেশে গমন করবে। এ সংবাদের ভিত্তিতে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ারের সার্বিক দিক নির্দেশনায় উপ-অধিনায়কের নেতৃত্বে দৌলতপুর বিওপির একটি টহল দল অভিযান চালায়। তারা সীমান্ত পিলার বাংলাদেশের অভ্যন্তরে ১৭/৭ এসয়ের ১৮০ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ ভেতরে ধগলীর মাঠ নামক স্থানে কৌশলে অবস্থান নেয়।

খুরশিদ আনোয়ার জানান, এ সময় দৌলতপুর হয়ে ধগলীর মাঠ সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের কাছাকাছি এলে সন্দেহজনক হিসেবে মনোয়ার হোসেনকে আটক করে। আটক ব্যক্তির হাতে থাকা লাল রঙের একটি থলে তল্লাশি করে এক কেজি ৬৮ গ্রাম ওজনের নয়টি সোনার বার উদ্ধার করে।

তিনি জানান, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য ১,০৮,৮৬,১২৪ টাকা (এক কোটি আট লাখ ছিয়াশি হাজার এক শ’ চব্বিশ টাকা)। জব্দ সোনার বারগুলো ট্রেজারি অফিস যশোর এবং আটক ব্যক্তিকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল