২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দৌলতপুরের সীমান্তে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

দৌলতপুরের সীমান্তে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা -

কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্ত এলাকায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি পূর্ব পাড়া গ্রামের ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম আরিফুল ইসলাম ওরফে বুশ (৩০)। তিনি ওই এলাকার গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার রাতে মহিষকুণ্ডি পূর্ব পাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরি হয়। এ ঘটনা পরে চোর সন্দেহে বুশকে বুধবার রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান গোলাম ড্রাইভারের পরিবারের সদস্যসহ এলাকাবাসী। পরে তাকে আটকিয়ে রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত কয়েক দফায় মারপিট করেন। আজ সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, ‘এলাকায় একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে বুশকে মারধর করেছে গ্রামবাসী। সে চুরির কথা শিকারও করেছে তাদের কাছে। পরে শোনা যায় আজ সকালে মারা গেছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, চুরির অভিযোগে আরিফুল ইসলাম নামের একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী ও চুরি হওয়া ওই পরিবারের সদস্যরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

সকল