১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রেমের টানে চুয়াডাঙ্গায় ভারতীয় নারী, পতাকা বৈঠকের পরে হস্তান্তর

প্রেমের টানে চুয়াডাঙ্গায় ভারতীয় নারী, পতাকা বৈঠকের পরে হস্তান্তর - ছবি : নয়া দিগন্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিংকি সরকার (২১) নামে এক নারী। পরে যশোরের বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর ওই ভারতীয় নারীকে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বেনাপোল চেকপোস্টে বিজিবি সদস্যরা হরিদাসপুর পেট্রাপোল বিএসএফের কাছে তাকে হস্তান্তর করেন। এর আগে, গত ২৯ জুন চুয়াডাঙ্গা সীমান্ত হয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসেন পিংকি।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো: মিজানুর রহমান জানান, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরকারের সাথে বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের ফেসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে দু’বছর ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসেন পিংকি। তিন দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সাথে অবস্থান করছিলেন তিনি। বুধবার সমর তার বন্ধুকে দিয়ে পিংকিকে পাঠিয়ে দেন এবং বলেন, ‘তুমি আমার বন্ধুর সাথে যাও, আমি আসছি।’ সমর না সেখানে না গেলেও পিংকিকে বেনাপোল বর্ডারে ফেলে পালিয়ে যায় সমরের ওইবন্ধু। মেয়েটির কান্নাকাটি দেখে স্থানীয় ও বিজিবি সদস্যরা একটি বাড়িতে রাখে। বিজিবি সব ঘটনা বিএসএফকে জানালে তারা পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয়।


আরো সংবাদ



premium cement
সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা, সমতা লক্ষ্য পাকিস্তানের হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ১ দিনের রিমান্ডে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর রহমান

সকল