মৌসুমের ২য় দফা তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ১০ জুন ২০২৪, ১৮:১০
মৌসুমের দ্বিতীয় দফায় তাপপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। গত চার দিন মাঝারি তাপপ্রবাহের কবলে পড়েছে জেলা। যা অব্যহত থাকতে পারে আরো তিন থেকে চার দিন, জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (১০ জুন) বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ।
একদিকে তাপপ্রবাহ, অন্য দিকে বিদ্যুতের লো ভোন্টেজ আর লোডশেডিং, ঘরে-বাইরে কোথাও এক মুহূর্ত স্বস্তি মিলছে না। প্রচণ্ড তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত। সকাল থেকেই থাকছে প্রখর রোদের তাপ, ভ্যাপসা গরম। এতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। রোদের তীব্র তাপে মানুষ বাইরে বের হতে পারছে না। দিনমজুর, ভ্যান-রিকশাচালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছে। বেলা বাড়ার সাথে সাথে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।
আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলছেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা বেড়ে গিয়ে এমন তীব্র গরম অনুভূত হচ্ছে। যার কারণে শরীরে ঘাম হচ্ছে প্রচুর পরিমাণে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, শুক্রবার (৭ জুন) থেকে চলতি মাসে মৌসুমের দ্বিতীয় দফায় তাপপ্রবাহ শুরু হয়েছে।
তিনি আরো জানান, চলতি মৌসুমের দ্বিতীয় দফার চলমান তাপপ্রবাহ আরো তিন থেকে চার দিন অব্যহত থাকতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা