শৈলকুপায় মাছ ধরা নিয়ে তর্ক, নিহত ১
- শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
- ২৮ মে ২০২৪, ২১:১৪
ঝিনাইদহের শৈলকুপায় মাছ ধরাকে কেন্দ্র করে আসিফ নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আসিফ মনোহরপুর গ্রামের মহিদুল ইসলাম জুনুর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মনোহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সনি হোসেন একই গ্রামের মহিদুল ইসলাম জুনুর ছেলে আসিফ (১১) কুমার নদে বরশি দিয়ে মাছ ধরছিল। পরে পানি ঘোলানোকে কেন্দ্র করে সানির সাথে আসিফের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সনি চায়না জাল পাতা ধারালো বাঁশের খোপা দিয়ে আসিফের ঘাঁড়ে আঘাত করলে বাঁশের ধারালো অংশ ঘাড়ে ঢুকে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী ইমন শেখ নামের এক ব্যক্তি জানান, মাছ ধরা নিয়ে এই ঘটনা ঘটেছে বলে শুনেছি।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী জানান, কুমার নদে মাছ ধরাকে কেন্দ্র করে আসিফ নামের এক শিশু মারা গেছে, শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে, সেই সাথে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা