২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যশোরে ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস, নিহত ২

যশোরে ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস, নিহত ২ - নয়া দিগন্ত

যশোরে বাস উল্টে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। সোমবার সকাল ৯টার দিকে যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম হাশেম আলী (৪০)। তিরি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আহসান আলীর ছেলে। অপর নিহত ব্যক্তি বাসের সুপারভাইজার। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জানা গেছে, উল্টে যাওয়া সেন্টমার্টিন পরিবহনের ওই বাসটিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকার ৪০ জন ছিলেন। তারা চট্টগ্রামের রাউজান থেকে বাসটি রিজার্ভ করে ফিরছিলেন।

হারুন অর রশিদ নামে ওই বাসের এক যাত্রী বলেন, তাদের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায়। তারা ৪০ জন চট্টগ্রামের রাউজান থেকে রোববার সন্ধ্যায় সেন্টমার্টিন পরিবহনের একটি বাস রিজার্ভ করে সাতক্ষীরার কালিগঞ্জে যাচ্ছিলেন। গোপালগঞ্জ আসার পর চালক ঘুমাতে যান। এরপর থেকে হেলপার গাড়ি চালাচ্ছিলেন। বৃষ্টির মধ্যে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে যশোরের তারাগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় বাসটি।

নিহত হাশেম আলীর খালাত ভাই মফিজুল ইসলাম বলেন, তারা ৪০ জন ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। আট মাস পর বাস রিজার্ভ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় খালাতো ভাই হাশেম আলী ও বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মনির আহমদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।


আরো সংবাদ



premium cement
আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ, ন্যায়বিচারের আশ্বাস তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে মিরসরাইয়ে কৃষকের ৪টি গরু চুরি ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের ওপর হামলা হচ্ছে : এফবিআই জামিন মেলেনি হলমার্ক গ্রুপের জেসমিনের গ্লোবাল লিগ : অবিশ্বাস্য হারে আসর শুরু রংপুর রাইডার্সের আফ্রিকায় ধর্ষকদের রক্ষায় আইনি ফাঁকফোকর নিয়ে প্রতিবেদন মেহেরপুরে আলগামন উল্টে চালক নিহত ভিড়ল কয়লার জাহাজ, উৎপাদনে ফিরছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র

সকল