২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রেমালের তাণ্ডবে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী ১০ হাজার পরিবার

রেমালের তাণ্ডবে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী ১০ হাজার পরিবার - সংগৃহীত

বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব এবং জলোচ্ছ্বাসে জেলার বিভিন্ন এলাকায় নদী পাড়ের বাঁধ ভেঙে গেছে। জেলার বিভিন্ন এলাকায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন।

ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকায় চার হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে গেছে এবং উপড়ে পড়েছে। জেলায় বিদ্যুতের খুঁটি ভেঙে এবং গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে প্রায় পাঁচ লাখ গ্রাহক রোববার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

জেলা সদরের দড়াটানা নদীর বেমরতা এলাকায় ছয় মিটার, মোড়েলগঞ্জে পানগুছি নদীর শ্রেণীখালী এলাকায় ১০ মিটার ও দেবরাজ কুমারীজোলা এলাকায় ৪০০ মিটার বেড়িবাঁধ পানির তোড়ে ভেঙে যায়।

এদিকে জেলার উপর দিয়ে এখনো ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং সেই সাথে বৃষ্টি হচ্ছে। জলোচ্ছ্বাস ও বৃষ্টিতে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া শরণখোলায় একটি রিংবাঁধ ভেঙে গেছে।

বাগেরহাট জেলা প্রশাসক মোহা খালিদ হোসেন বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী জেলায় ১০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সেইসাথে চার হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা দুর্গত মানুষকে খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৭০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

বাগেরহাট পল্লীবিদ্যুতের জিএম সুশান্ত রায় বলেন, বিভিন্ন এলাকায় বেশকিছু বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। গাছ পড়ে অসংখ্য স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। জেলায় তাদের ৪ লাখ ৮৫ হাজার গ্রাহক রোববার সন্ধ্যা থেকে বিদ্যুৎ বিছিন্ন অবস্থায় রয়েছে।

বাগেরহাট শহরের ২০ হাজার গ্রাহকের মধ্যে এখনো অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশনের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক জানান।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল-বিরুনী বলেন, বাগেরহাট সদর ও মোড়েলগঞ্জ এলাকায় নদী পাড়ে ৩টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে এবং বিভিন্ন এলাকায় বাঁধ উপচে জোয়ারের পানিতে গ্রাম প্লাবিত হয়। এ ছাড়া শরণখোলায় রিংবাঁধ ভেঙে গ্রামে পানি ঢুকে পড়েছে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকতা এস এম রাসেল বলেন, জোয়ারের পানি আর বৃষ্টিতে জেলা সদর, রামপাল, মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা এলাকায় প্রায় ৩০ হাজার মাছের ঘের ডুবে মাছ ভেসে গেছে। ঘেরের অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ, ন্যায়বিচারের আশ্বাস তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে মিরসরাইয়ে কৃষকের ৪টি গরু চুরি ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের ওপর হামলা হচ্ছে : এফবিআই জামিন মেলেনি হলমার্ক গ্রুপের জেসমিনের গ্লোবাল লিগ : অবিশ্বাস্য হারে আসর শুরু রংপুর রাইডার্সের আফ্রিকায় ধর্ষকদের রক্ষায় আইনি ফাঁকফোকর নিয়ে প্রতিবেদন মেহেরপুরে আলগামন উল্টে চালক নিহত ভিড়ল কয়লার জাহাজ, উৎপাদনে ফিরছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র

সকল