১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দৌলতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

দৌলতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা - নয়া দিগন্ত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুরে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দৌলতপুর আসনের বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রেজাউল হক চৌধুরীর ছোট ভাই দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী।

তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন মোট ৯৭ হাজার ২৮৯ ভোট। তার নিকটতম প্রার্থী ইঞ্জিনিয়ার মো: আনিসুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৭৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো: কামরুজ্জামান কামরুল টিউবওয়েল প্রতীক নিয়ে ৪৫ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জাহেরুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৫৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: ইকফাত আরা জলি কলস প্রতীকে ৫০ হাজার ১৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।


আরো সংবাদ



premium cement