চুয়াডাঙ্গার তাপমাত্র আবারো ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ১৭ মে ২০২৪, ১৬:৫৬
চুয়াডাঙ্গায় আবারো ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁই ছুঁই। জেলার তাপমাত্রা পারদ আবারো বাড়তে শুরু করেছে।
শুক্রবার (১৭ মে) চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ। তাপমাত্রার সাথে ভ্যাপসা গরম বাড়ায় জনজীবনে অস্বস্থি নেমে এসেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত সাত দিন চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে উঠা নামা করছিল। এরপর গত ১৪ মে (মঙ্গলবার) থেকে তাপমাত্রার পারদ আবারো বাড়তে শুরু করে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জৈষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গত ১৪ মে (মঙ্গলবার) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৪৬ শতাংশ, ১৫ মে বুধবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৪৬ শতাংশ, ১৬ মে (বৃহস্পতিবার) বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৪৬ শতাংশ।
সবশেষ শুক্রবার (১৭ মে) বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৪৭ শতাংশ।
তিনি আরো জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্থি লাগছে।
চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়ে আসছে এই জেলায়। চলতি মৌসুমে গত ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা