২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জীবননগরে কাঠপট্টিতে আগুনের ঘটনায় গ্রেফতার ২

জামাই সোনা মিয়া ও তার সহযোগী শামীম - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর বাজারের কাঠপট্টিতে ভয়াবহ আগুনে ছয়টি দোকান পুড়ে যাওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ মে) দিবাগত রাত ১টার দিকে এ ভয়বাহ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় জেরে জামাই সোনা মিয়া ও তার সহযোগী শামীমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ।

জানা যায়, এ ঘটনার পর পুলিশ আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা শেষে তাদেরকে গ্রেফতার ও ঘটনার কাজে
ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে।

জীবননগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জীবননগর পৌর শহরের হাসপাতালপাড়ার ফার্নিচার ব্যবসায়ী খোরশেদ আলমের মেয়ে খুশি খাতুনের সাথে উপজেলার উথলী ইউনিয়নের একতাপুর গ্রামের রমজান আলীর ছেলে সোনা মিয়া আট বছর
প্রেম করার পর চার বছর আগে বিয়ে করে। খুশি খাতুন পেশায় একজন মেডিক্যাল অ্যাসিস্টেন্ট। অন্য দিকে সোনা মিয়া একজন বেকার যুবক। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ ছিল। গত নয় মাস আগে খুশি খাতুন তার বাবার বাড়িতে
চলে যান। সর্বশেষ ঘটনার চার দিন আগে খুশি খাতুন সোনা মিয়াকে তালাক প্রদান করেন। কিন্তু সোনা মিয়া সে তালাক কোনোভাবেই মানতে পারছিলেন না। এতে সোনা মিয়া বিক্ষুব্ধ হয়ে বুধবার রাত ১টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড-সংলগ্ন
কাঠপট্টিতে মোটরসাইকেল যোগে যায়। সেখানে নিজের ব্যবহৃত মোটরসাইকেল থেকে পেট্টোল বের করে গাড়িতে থাকা ন্যাকড়ায় আগুন লাগায়। পরে তার শ্বশুর খোরশেদ আলমের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগিয়ে দেয়। এ সময় শ্বশুরের দোকানসহ আরো ছয়টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। সোনা মিয়া এ ঘটনার আগে তার শ্বশুর খোরশেদ আলমের বাড়ির রান্না ঘরে আগুন লাগিয়ে দেয়। তার এ কাজে সহযোগীতার জন্য পুলিশ জীবননগর পৌর শহরের বসতিপাড়ার খেজমত আলীর ছেলে মেডিক্যাল
অ্যাসিস্টেন্ট শামীম হোসেনকে (২৯) গ্রেফতার করেন। ছয়টি দোকান ঘর পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও থানা পুলিশ এবং ব্যবসায়ীরা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় দোকান ছয়টির কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

ভুক্তভোগী ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, সোনা মিয়া তার দাম্পত্য জীবনের কলহেরজের ধরে শ্বশুর খোরশেদ আলমকে ধ্বংস করতে গিয়ে আমাদেরকেও পথে বসিয়েছে। আমরা তার কঠিন শাস্তি দাবি করছি। আমরা সবাই ছোট ব্যবসাদার। এখন আমরা
কোথায় যাব, কি করে সংসার চালাব?

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোনা মিয়া ও শামীম হোসেনকে গ্রেফতারের তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার ঘটনাটি পুর্বপরিকল্পিতভাবে ঘটিয়েছে বলে জানিয়েছে। তাদেরকে
চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
আলিফের পরিবারকে এক কোটি টাকা দেবে শামসুল হক ফাউন্ডেশন জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে : জামায়াত আমির এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার পরিবহন চলাচলের সিদ্ধান্ত সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার কমছে ৪৭তম বিসিএসের আবেদন ফি গাজীপুরে কোরআন অবমাননার অভিযোগে কলেজছাত্র গ্রেফতার অযাচিত অস্থিরতা নয়, দায়িত্বশীল হোন সুখী : দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের উদ্বোধন বেসরকারি স্কুল-কলেজে সাত পদে এনটিএসসির অধীনে নিয়োগ এই মুহূর্তে হঠকারিতা দিকে যাওয়া জাতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে : মির্জা ফখরুল পাইকগাছার নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সকল