২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নানার বাড়িতে এসএসসি পাসের মিষ্টি দিয়ে বাড়ি ফেরা হলো না চঞ্চলের

জান্নাতুজ্জামান চঞ্চল - ছবি : সংগৃহীত

নানার বাড়িতে এসএসসি পাসের মিষ্টি দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় জান্নাতুজ্জামান চঞ্চল (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয় সে।

সোমবার (১৩ মে) বিকাল সাড়ে ৪টার দিকে গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া ডিসি ইকোপার্কের কাছে ট্রাকের ধাক্কায় নিহত হয় সে।

চঞ্চল গাংনী উপজেলা চৌগাছা মোল্লাপাড়া গ্রামের রকিবুজ্জামানের ছেলে। সে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

নিহতের বাবা রাকিবুজ্জামান জানান, গতকাল ছেলে এসএসসি পাশের ফলাফল পেয়েছে। তার নানি বাড়ি ধলা গ্রামে পরীক্ষার ফলাফলের মিষ্টি দিতে গিয়েছিল।

নিহতের বাবা রাকিবুজ্জামান জানান,‘ছেলের নানিবাড়ি ধলা গ্রামে। এসএসসি পরীক্ষায় পাশ করায় সে নানির বাড়ি মিষ্টি দিতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক ছেলের প্রাণটাই কেড়ে নিলো। নিমেশেই আমার পরিবারে অন্ধকার নেমে আসল। সন্তান হারানোর এ ব্যথা সইবো কেমন করে? সড়কে এভাবে আর কত মানুষেকে প্রাণ হারাতে হবে।’


নিহতের বন্ধু আলিফ জানান, ইজিবাইকে চড়ে আমরা নওপাড়া থেকে গাংনী আসছিলাম। পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে রাস্তার ওপর সবাই ছিটকে পড়ি। এতে আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সুমাইয়া আক্তার জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। তার মাথায় আঘাত লাগায় প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের লাশ উদ্ধারে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তথ্য উপাত্ত সংগ্রহ করে ট্রাক ও ট্রাকের ড্রাইভারকে আটক করতে পুলিশ কাজ করছে।


আরো সংবাদ



premium cement
সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের : ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কোনো দল বা গোষ্ঠির নয়’ রোহিঙ্গারা এনআইডি নেয়ার অপচেষ্টা চালালে ইসিকে জানানোর আহ্বান আলিফের পরিবারকে এক কোটি টাকা দেবে শামসুল হক ফাউন্ডেশন জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে : জামায়াত আমির এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার পরিবহন চলাচলের সিদ্ধান্ত সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার কমছে ৪৭তম বিসিএসের আবেদন ফি গাজীপুরে কোরআন অবমাননার অভিযোগে কলেজছাত্র গ্রেফতার অযাচিত অস্থিরতা নয়, দায়িত্বশীল হোন সুখী : দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের উদ্বোধন

সকল