০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

নানার বাড়িতে এসএসসি পাসের মিষ্টি দিয়ে বাড়ি ফেরা হলো না চঞ্চলের

জান্নাতুজ্জামান চঞ্চল - ছবি : সংগৃহীত

নানার বাড়িতে এসএসসি পাসের মিষ্টি দিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় জান্নাতুজ্জামান চঞ্চল (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয় সে।

সোমবার (১৩ মে) বিকাল সাড়ে ৪টার দিকে গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া ডিসি ইকোপার্কের কাছে ট্রাকের ধাক্কায় নিহত হয় সে।

চঞ্চল গাংনী উপজেলা চৌগাছা মোল্লাপাড়া গ্রামের রকিবুজ্জামানের ছেলে। সে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

নিহতের বাবা রাকিবুজ্জামান জানান, গতকাল ছেলে এসএসসি পাশের ফলাফল পেয়েছে। তার নানি বাড়ি ধলা গ্রামে পরীক্ষার ফলাফলের মিষ্টি দিতে গিয়েছিল।

নিহতের বাবা রাকিবুজ্জামান জানান,‘ছেলের নানিবাড়ি ধলা গ্রামে। এসএসসি পরীক্ষায় পাশ করায় সে নানির বাড়ি মিষ্টি দিতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক ছেলের প্রাণটাই কেড়ে নিলো। নিমেশেই আমার পরিবারে অন্ধকার নেমে আসল। সন্তান হারানোর এ ব্যথা সইবো কেমন করে? সড়কে এভাবে আর কত মানুষেকে প্রাণ হারাতে হবে।’


নিহতের বন্ধু আলিফ জানান, ইজিবাইকে চড়ে আমরা নওপাড়া থেকে গাংনী আসছিলাম। পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে রাস্তার ওপর সবাই ছিটকে পড়ি। এতে আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সুমাইয়া আক্তার জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। তার মাথায় আঘাত লাগায় প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের লাশ উদ্ধারে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তথ্য উপাত্ত সংগ্রহ করে ট্রাক ও ট্রাকের ড্রাইভারকে আটক করতে পুলিশ কাজ করছে।


আরো সংবাদ



premium cement
ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলকর্মীর উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১ গাজীপুরে গণতন্ত্র মঞ্চের কার্যালয় ভাংচুরের অভিযোগের প্রতিবাদ বিএনপির বাটা নিয়ে এল ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিবির, বিএসএফকে সহায়তায় এলো স্থানীয়রা জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু

সকল