চৌগাছায় নতুন গরু তোলার প্রথম রাতেই কৃষকের ৪ গরু চুরি
- এম এ রহিম, চৌগাছা (যশোর)
- ০৯ মে ২০২৪, ১৬:১৯
যশোরের চৌগাছায় নতুন গোয়াল ঘরে গরু তোলার প্রথম রাতেই কৃষকের চার গরু চুরি হয়েছে। এ নিয়ে দরিদ্র পরিবারে চলছে শোকের মাতম।
বুধবার (৮ মে) দিবাগত গভীর রাতে চৌগাছা পৌরসভার হুদোপাড়ার মহিউদ্দিনের ছেলে বিপুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিপুল হোসেন জানান, দীর্ঘ দিন ধরে তিনি বাড়ির একটি কাঁচা গোয়াল ঘরে গরু পালন করে আসছেন। সম্প্রতি তিনি অনেক কষ্ট করে একটি পাকা গোয়াল ঘর নির্মাণ করেছেন। বুধবার সন্ধ্যায় তিনি সর্বপ্রথম নতুন গোয়াল ঘরে তার একটি গাভী ও একটি বছুর, একটি উন্নত জাতের বকনা ও একটি এঁড়ে গরু তোলেন।
তিনি বলেন, রাতে গরুগুলোকে খাবার দিয়ে তিনি ঘুমাতে যান। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেন গোয়ালে একটাও গরু নেই। অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাননি।
বিপুল হোসেন বলেন, আমি এখন পথের ফকির হয়ে গেছি। তিনি বলেন গরুগুলোর আনুমানিক মূল্য কমপক্ষে পাঁচ লাখ টাকা।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরদের আটকের ব্যাপারে জোর তৎপরতা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা