কেশবপুরে মফিজুর রহমান নির্বাচিত
- কেশবপুর (যশোর) সংবাদদাতা
- ০৮ মে ২০২৪, ২২:৩৩, আপডেট: ০৮ মে ২০২৪, ২৩:০০
৬ষ্ঠ কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ হাজার ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (ঘোড়া) প্রতীকে মফিজুর রহমান মফিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (শালিক পাখি) প্রতীকে নাসিমা সাদেক পেয়েছেন ১৪ হাজার ১৬ ভোট।
বুধবার (৮ মে) এ নির্বাচনে কেশবপুরের ইতিহাসে সব থেকে কম ভোটার উপস্থিতি হয়।
এ নির্বাচনে মহিলা ভাইস চেযারম্যান পদে রাবেয়া ইকবাল (ফুটবল ) প্রতীকে ৩৭ হাজার ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মনিরা খাতুন (কলস) পেয়েছেন ২৪ হাজার ১৫৭ ভোট।
পাঁচজন পুরুষ ভাইস চেযারম্যান পদে প্রতিদ্বন্দ্বীর মধ্যে আব্দুল্লাহ আল মামুন (তালা) প্রতীকের ৩২ হাজার ৪৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পলাশ কুমার মল্লিক পেয়েছেন ১৩ হাজার ৪৫১ ভোট।
রাত ৯টা ৫৫ মিনিটে ফলাফল ঘোষণা করে কন্ট্রোল রুম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা