কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের চেষ্টা
- কুষ্টিয়া প্রতিনিধি
- ০৭ মে ২০২৪, ০৯:৪৬
কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আবু আহাদ আল মামুনের ওপর হামলা ও অপহরণের চেষ্টা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা কিশোর কুমার ঘোষ জগতের নেতৃত্বে তার সমর্থকরা তাকে মারধর ও অপহরণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠেছে। আহত চেয়ারম্যান প্রার্থী মামুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার প্রথম ধাপে অনুষ্ঠিত কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে তিনি মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী স্থানীয় এমপির ভাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন।
আবু আহাদ আলম মামুন জানান, রাতে কুষ্টিয়া শহরের বড় স্টেশন রোডে অবস্থিত আমার নির্বাচনী অফিসে বসেছিলাম। এ সময় কয়েকজন যুবক অফিসে এসে আমাকে বাহিরে যেতে বলেন। আমি কারণ জিজ্ঞাসা করলে তারা আমাকে মারধর করে বাহিরে টেনে নিয়ে যান। বাহিরে নিয়ে জিজ্ঞাসা করেন ‘ভোটে কেন দাঁড়িয়েছি। কে দাঁড়াইতে বলেছে।’ আমি কিছু বলার আগেই তারা আমার মাথা, বুকে, পিঠে আঘাত করে। এ সময় আমাকে অপহরণের চেষ্টা করা হয়। ঘটনার সময় আমি জগত ও হাসিব খাঁর নাম শুনেছি।
প্রার্থীর মামাতো ভাই তিতাস বলেন, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জগতের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন এই হামলা চালিয়েছে। মারধরের এক পর্যায়ে তিনি জ্ঞান হারালে হামলাকারীরা চলে যায়। পরে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক তাপস কুমার সরকার জানান, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তির শরীরে গুরুতর আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাকে স্বাভাবিক চিকিৎসা দেয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে কাউন্সিলর কিশোর কুমার ঘোষ জগতের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। পরে তার ব্যবসা প্রতিষ্ঠান মিলপাড়া দধি মিষ্টান্ন ভান্ডারে গিয়েও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে সে লাপাত্তা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা