০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

গরু চুরি করে নিতে না পারায় গরুকে কুপিয়ে জখম, হাতবোমা বিস্ফোরণ

গরু চুরি করে নিতে না পারায় গরুকে কুপিয়ে জখম, হাতবোমা বিস্ফোরণ - ছবি : ইউএনবি

মেহেরপুরে গরু চুরি করে নিতে না পারায় ধারালো অস্ত্র দিয়ে গরুটিকে কুপিয়ে জখম করে পথের ধারে ফেলে রেখে গেছে চোরের দল।

যাওয়ার সময় পাশেই দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা।

সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-নওপাড়া সড়কের ধলার মাঠে ঘটনাটি ঘটে।

স্থানীয় কাথুলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আজমাইন হোসেন টুটুল বলেন, সোমবার ভোরে আনুমানিক সাড়ে ৪টার দিকে বিকট শব্দ শুনে লোকজন মাঠের দিকে গিয়ে দেথে বড় সাইজের ক্ষত-বিক্ষত একটি গরু রাস্তার পাশে পড়ে আছে।

পরে গরুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গ্রামের লোকজন লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে এনে প্রাথমিক চিকিৎসা দেয়।

গরুর মালিক আরিফুল ইসলাম বলেন, রবিবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত কাজ করে বাড়িতে এসে গোয়াল ঘরে গরুটি আর নেই। অনেক যায়গায় খোঁজাখুঁজি কেরেছি কিন্তু পাইনি। সকালে থবর পেয়ে ঘটনাস্থলে এসে গরু শনাক্ত করি। গরুটির ওজন ৫/৭ মণ। আনুমানিক মূল্য ৩/৪ লাখ টাকা।

গাংনী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করে এবং গরুটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement