০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

- ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় পাখি ভ্যানচালক শরিফ উদ্দিন শুকু মাল (৬৩) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবি সেক্টরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শরিফ উদ্দিন ধুবইল ইউনিয়নের ধুবইল স্কুলপাড়ার মরহুম ইউসুফ আলী তুফান মালের ছেলে।

জানা যায়, যাত্রাবাহী বাস ও পাখি ভ্যানের মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে পাখি ভ্যানচালক শরিফ উদ্দিন শুকু মাল ঘটনাস্থলে নিহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুকু মাল পাখিভ্যান চালিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। ওইস্থানে পৌঁছালে বিপরীতমুখি ছায়াপথ (রাজশাহী-ব-৫৬৫০) নামে বাস ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক শুকু মাল নিহত হন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে।


আরো সংবাদ



premium cement