বেনাপোলে সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে আহত ২
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ০৩ এপ্রিল ২০২৪, ১১:০০, আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ১২:২৫
যশোরের বেনাপোল সীমান্তে ভারতী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের বাবু মিয়া ও ডালিম হোসেন নামে দুই বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের দৌলতপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উদ্দেশে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ ডালিম হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে এবং বাবু মিয়া একই গ্রামের দ্বীন ইসলামের ছেলে। তাদের সীমান্ত থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা হয়েছে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, বাবু ও ডালিম নামে দুই মাদককারবারি ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশ আসছিলেন। দৌলতপুর সীমান্তের বিপরীতে ভারতের কালিয়ানী বিএসএফের ছোড়া রাবার বুলেটের তারা আহত হয়েছেন। সীমান্তে ডিউটিতে থাকা বিজিবি তাদেরকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে বিজিবি তাদেরকে আটক দেখিয়ে বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছে।
সুস্থ হলে তাদের বেনাপোল থানায় সোপর্দ করা হবে বলেও জানান বিজিবি কর্মকর্তা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা