চুয়াডাঙ্গায় মাদক পাচারকারি আটক
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ০২ এপ্রিল ২০২৪, ১৬:২৯
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল (মাদকদ্রব্য) ট্যাবলেটসহ পাচারকারি মনিরকে (২৪) গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দিন্নাতপুর-মাখালডাঙ্গা সড়ক এ অভিযান চালানো হয়।
আটক মাদক পাচারকারি মনির জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা সদরের হাজীপাড়ার আবু বক্করের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন আল-আজাদ পিপিএম-সেবা, (ক্রাইম অ্যান্ড অপস) জানান, চুয়াডাঙ্গার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ সঙ্গীয় অফিসার মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মাদক বিরোধী এক অভিযানে চুয়াডাঙ্গা সদর থানাধীন দিন্নাতপুর টু মাখালডাঙ্গা মাঠের মধ্যে জনৈক খোদাবক্সের জমির সামনে পাকা রাস্তার ওপর হতে মাদক পাচারকারি মনিরকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে চার হাজার পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদকদ্রব্য উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা