১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২১ রোজাই করা শিশু মালিহার পানিতে ডুবে মৃত্যু

২১ রোজাই করা শিশু মালিহার পানিতে ডুবে মৃত্যু - নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনায় পুকুরে ডুবে মালিহা (৭) নামে তৃতীয় শ্রেণীর এক মাদরাসার ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

মালিহা দর্শনা থানার অন্তর্গত পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবারিয়া গ্রামের মিজানুর রহমানের কন্য।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মালিহা পাশের বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরে তার বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে দুপুর ২টার দিকে এলাকার লোকজন ওই পুকুরে গোসল করতে গেলে মালিহার লাশ ভাসতে দেখে।

মালিহার বাবা মিজানুর রহমান কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ে মালিহা ২০টি রোজা করেছে, আজকে ২১ রোজা, আজকেও রোজা ছিল আমার মেয়ে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement