যশোরে অমিতসহ বিএনপির ৫১ নেতা কারাগারে
- যশোর অফিস
- ৩১ মার্চ ২০২৪, ১৬:২৮
যশোরে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫১ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। একটি মামলায় আদালতে ৫৬ জন নেতা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত পাঁচজনকে জামিন দেন এবং বাকি ৫১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রোববার আদালত এ আদেশ দেন।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সভাপতি তমাল আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি।
জামিন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মফিকুল হাসান তৃপ্তি, আব্দুস সালাম আজাদ, সাবেক মেয়র মারুফুল ইসলাম, একে শরফুদ্দৌলা ছটলু ও আনিসুর রহমান মুকুল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা